About Course
আসসালামু আলাইকুম, ওয়েলকাম ফ্রিল্যান্সিং ফাউন্ডামেন্টালস (বেসিক টু অ্যাডভান্স) কোর্স। এই কোর্সের মধ্যে আমি যেটা কনফার্ম করেছি সেটা হলো ফ্রিল্যান্সিংয়ে একদম যারা শুরু যে ফ্রিল্যান্সিংয়ে একেবারেই নতুন সে থেকে শুরু করে একদম প্রো লেভেল পর্যন্ত যাওয়ার জন্য যে স্কিলস গুলো লাগে সেগুলো প্র্যাকটিকালি দিয়েছি।
ফান্ডামেন্টাল যদি আপনি ক্লিয়ার না থাকেন তাহলে যা কিছু করেন না কেন কোন কাজে আসবে না। আপনি নতুন ফ্রিল্যান্সার হিসেবে ক্যারিয়ার শুরু করতে যাচ্ছেন, আপনি মার্কেটপ্লেসের অ্যাকাউন্ট কিভাবে খুলবেন? কোন স্কিল টা আপনার দরকার, কোন স্কিল আয়ত্ত করলে আপনার জন্য ভালো হবে, কোন মার্কেটপ্লেসে কোনটার ভাইব আছে? কতটুকু কাজ করার দরকার ? দিনে কতটুকু কাজ করা দরকার, কিভাবে টিমওয়ার্ক কিভাবে করবেন? টিম লিড কিভাবে দিতে হয়, ফ্রিল্যান্সার হওয়ার পরে আপনি এজেন্সি কখন শুরু করবেন? ওভারল বিষয়গুলো আমি এই কোর্সের মধ্যেই রাখবো। হয়তোবা আপনি এডভান্স জিনিসগুলা বুঝবেন না, আমি কিছু মিডিয়াম জিনিস এই কোর্সের মধ্যে রাখবো এবং প্রো এডভান্স জিনিস গুলো দেয়ার ট্রাই করবো পরবর্তীতে।